স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করুন

স্মার্টফোনের যত নিত্যনতুন ধরণ আসছে, এগুলোর ব্যাটারি যেন ততোই নাজুকভাবে বানানো হচ্ছে। জেনে নিন কিভাবে এর ব্যাটারিকে দীর্ঘ সময় টেকাতে পারবেন।

মোবাইল ফোন ব্যবহারকারীদের অসুবিধা একদিকে, আর স্মার্টফোন ব্যবহারকারীদের তো কথাই নেই! যত রঙঢং, তত ঝামেলা বেশি। এই স্মার্টফোনের ব্যাটারি যাতে টিকে থাকে অনেক ক্ষণ, তার কিছু উপায় জানিয়ে দিলাম এখানেঃ

যখন ব্লুটুথ আর ওয়াইফাই ব্যবহার করা হচ্ছে না, তখন এই দুইটা জিনিস সুইচ অফ করে রাখুন।

image

SmartPhone battery life

ড্রাইভিং করার সময় ফোন এয়ারপ্লেন মোডে রাখুন। গেইমস খেলার সময়েও এইটা করতে পারেন। এতে করে নিশ্চিন্তে আপনি ড্রাইভিং বা গেমিং করে যেতে পারবেন।

এয়ারপ্লেন মোডে দিয়ে ফোন চার্জ করুন, আপনার ফোন ৩ গুণ দ্রুত চার্জ হবে।

সেটিংস-এ গিয়ে স্ক্রিন ব্রাইটনেস “অটো”তে দিয়ে রাখুন।

ঘরের ভিতরে থাকাকালীন সময়ে স্ক্রিনের ব্রাইটনেস যত কমিয়ে রাখবেন, তত ভালো।

ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ করে দিন।

পকেটে রাখার আগে ফোনের স্ক্রিন লক করে দিন।  

One response to “স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করুন

Reply