প্রেম বিষয়ক গুনীজনদের মজার উক্তি [Part-2)

১) আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। – রবীঠাকুর।

২) প্রেম চক্ষু দিয়ে দেখে না, হৃদয় দিয়ে দেখে, সেজন্য প্রেমের দেবতাকে অন্ধ বলা হয়। – চিরন্তনী বাণী।

৩) প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের মতো, কার ঘাড়ে গিয়ে যে কখন পড়ে তা আগে ভাগে বুঝতে পারা যায় না। – সঞ্জীব চট্টোপাধ্যায়।

৪) প্রেম একটি জলন্ত সিগারেট, যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই।- বার্নাডস।

৫) প্রেম করার অর্থ শুধু লস, আর লস। প্রেম করা মানে টাইম লস, মানি লস, এনার্জি লস, আয়ুলস। এতো লসের পরও মানুষ কেন যে প্রেম করে বুঝি না। -আনসার উদ্দীন সরকার।

৬) ব্যর্থ প্রেমিক-প্রেমিকারা কিছুই হাতে রাখতে জানে না। এদের কপালে দুঃখ অনিবার্য। পলিটিক্সের মত মানুষের জীবন হচ্ছে অ্যাডজাষ্টমেন্ট আর কম্প্রোমাইজ। এ দারুন ইনক্লোঝনার বাজারেও সংসারে শুধু হৃদয়ের দাম খুব বেশি নয়। -যাযাবর।

৭) বড় প্রেম শুধু কাছেই টানে না; ইহা দুরেও ছুড়ে ফেলে দেয়।- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৮) আমি সেই নারীকে ভালবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভাল বাসি যার ভবিষ্যত আছে। – অস্কার ওয়াইল্ড।

৯) মেয়েরা হচ্ছে বেড়ালের জাত। পুরুষের একটু অন্যমনষ্কতার কারনে তারা(মেয়েরা) তার পাত থেকে মাছ তুলে খায়। একটু খাতির না করে শাপ নিয়ে খেলা করে। প্রানে পুরুষদের না মেরে আধ-মরা করে ফেলে। – ফাল্গুনি মুখোপাধ্যায়।

১০) প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা। – নেপোলিয়ান।

১১) ভালবাসা যা দেয়, তার চেয়ে বেশী কেড়েও নেয়। – টেলিসন।

১২) আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই। – সুইফট।

১৩) প্রেম যা পুরুষের জীবনে কেবল একটা অনুকাহিনী মাত্র, নারীর জীবনে তা সমগ্র ইতিহাস। – মাদার দ্য তায়েল।

১৪) প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভাল, এ সমুদ্রের কোন তীরই হয় না। – সারসার সালানী।

১৫) প্রেম একটি চমৎকার অসুখ। কষ্ট পাওয়ার, তিলে তিলে, ধুকে ধুকে মরার জন্য এমন অসুখ খুব বেশী নেই। – তপংকর চক্রবর্তী।

১৬) বিবাহিত নারীকে ভালবেসে সর্বদেশে সর্বকালে আজীবন নিঃসঙ্গ জীবন কাটিয়েছে একাধিক পুরুষ, পরের স্বামীর প্রেমে পড়ে কোনদিন কোন নারী র‌য়নি চিরকুমারী। – যাযাবর।

১৭) প্রেম মানে মুল্যবান শক্তির অবক্ষয়। – আভিধানিক অর্থ।

১৮) মেয়েরা লেখাপড়া শিখে যতই উপরে উঠুক, প্রেমের চেয়ে অলংকার উপহার বা টাকা পয়সাই তারা চেনে বেশি। – আবু জাফর।

১৯) মেয়ে মানুষ না থাকলে আমরা জীবনের প্রারম্ভে অসহায়, মধ্যভাগে নিরানন্দ এবং শেষভাগে শান্তনাহীন। – দ্য জোই।

২০) মেয়েদের না এবং হ্যা এর মধ্যে কোন তফাত নেই। – সেরভেন টিস।

২১) মেয়েদের চরিত্র এমন- যখন পুরুষেরা তাকে ভালবাসতে চায়, তখন তারা ভালবসে না আর যখন পুরুষেরা তাকে ভালবাসে না, তখন সে ভালবাসা জানাতে আসে। – সেরভেন টিস।

২২) যে নারীকে তুমি ভাল বাস, তার জন্য জীবন বিসর্জন দেয়া যত সহজ, তার সংগে ঘর করা ততো সহজ নয়। – বায়রন।

২৩) যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। – জে, বি, ইয়েটন।

২৪) সব মেয়েরাই আসলে পুরুষদের ভাল লাগা, নজর কাড়া এবং অন্য মেয়েদের মনে ঈর্ষা জাগানোর জন্য সাজে। – বুদ্ধদেব গুহ।

২৫) একজন নারী চায় কোন পুরুষ তাকে একই সংগে পছন্দ করুন আর তার সংগে প্রান খুলে কথা বলুক, আবার সেই সংগে তাকে কামনা করুক আর তাকে ভালবাসুক। – ডি, এইচ, লরেন্স।

২৬) যে মেয়ে একবার তুলে দেয় শরীরের সমস্ত উপহার সে কিছুতেই ভুলতে পারে না – সেই প্রেমিক অথবা দস্যু পুরুষের মুখ। – ফ্রয়েড।

২৭) নারী চরিত্রের একটা বৈশিষ্ট্য হলো যে, তার যদি কখনও দোষ হয়, তাহলে বরং হাজার রকমের আদর দিয়ে সে দোষ স্খলনের জন্য রাজী থাকবে, তবুও দোষ স্বীকার করে কখনো মাপ চাইবে না। – ফিওদর দস্তয়ে বস্কি।

২৮) সেই পুরুষের প্রতি মেয়েদের আকর্ষন দুর্বার, যার প্রতি অন্য মেয়ে অনুকুল ( তেল মাথায় তেল দিতে চায় )। – সইফট।

২৯) একটি পুরুষ যখন হৃদয়ের সব ভালবাসা আবেগ অনুভুতি নিয়ে কেবল একটি নারীর কথা ভাবে, তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে যায় 🙂 । – ইমদাদুল হক মিলন।

৩০) যে পুরুষ কখনও দুঃখ কষ্ট ভোগ করেনি, সে পোড় খাওয়া মানুষ নয়, মেয়েদের কাছে সে বাঞ্ছনীয় হয় না। কারণ দুঃখ কষ্ট মানুষকে দরদী ও সহনশীল করে তোলে। – ডেনিস রবিনস্‌।

৩১) পুরুষেরা সর্বদাই চায় নারীর প্রথম প্রেমিক হতে। আর নারী চায় পুরুষের শেষ প্রণয়িনী হতে। – অস্কার ওয়াইল্ড।

৩২) মেয়েরা তাত্বিক হয় পুরুষের সংসর্গের ঠিক আগে। পুরুষেরা তাত্বিক হয় নারী সংসর্গের পরে। – প্রবোধ কুমার সান্যাল।

৩৩) মেয়েরা পুরুষের হৃদয় এক মিনিটেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি এদের। অথচ আশ্চর্যের ব্যাপার- ওরা নিজেরাই নিজেদের হৃদয় চিনতে পারে না। – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৩৪) ভালবাসার অর্থ হলো, যাকে তুমি ভালবাস তারমত জীবন যাপন করা। – টলস্টয়।

৩৫) জ্ঞানী ব্যক্তি ভালবাসা প্রকাশ করে কর্মে। – জর্জ ডেভিডসন।

৩৬) ভালবাসা ও প্রেম এক জিনিস নয়। একটায় মিশ্রিত থাকে স্নেহ, প্রীতি, শ্রদ্ধা ও সমীহের ভাব। অন্যটায় কেবল কামনা। ভালবাসার সাথে কামনা যুক্ত হলেই তা প্রেম। – মোহাম্মদ রহমত উল্লাহ।

৩৭) ভালবাসার ক্ষেত্রে সেই সবচেয়ে জ্ঞানী, যে ভালবাসে বেশী কিন্তু প্রকাশ করে কম। – জন ডেভিডসন।

৩৮) ব্যাংকে টাকা জমানোর মনোবৃত্তি আর ভালবাসার মনোবৃত্তি কখনো এক নয়। হিসেবি বুদ্ধি নিয়ে ভালবাসতে গেলে আপনার উদ্দেশ্য ব্যর্থ হবে। ইংরেজী LOVE আর বাংলা লাভ কোন দিন এক সংগে মিলানো যায় না। লাভের খেয়াল থাকলে LOVE (ভালবাসা) ব্যর্থ হয়ে যায়। – মোতাহার হোসেন চৌধুরী।

৩৯) ভালবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। – রফিক আজাদ।

৪০) ভালবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জলন্ত কাঠ। – পূর্নেন্দু পত্রী।

৪১) মূলতঃ ভালবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্ঝ্বল। – হেলাল হাফিজ।

৪২) ভালবাসার মতো এমন ভয়ঙ্কর হৃদরোগ আর নেই। তুমি যদি সত্যি কাউকে ভালবেসে থাক নিজের অজান্তে সেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। – মনচারী।

৪৩) আমাকে সামান্যই ভালবাস, কিন্তু তা যেন দীর্ঘ দিনের জন্য হয়। – জন হে উড়।

৪৪) পরিতৃপ্তিতে ভালবাসার মাধুর্য কমে যায়। – আব্রাহাম কওলে।

৪৫) যে যাকে যত বেশী ভালবাসে, সে তাকে ততো বড়ো আঘাত দেয়।মোঃ মনিরুজ্জামান।

৪৬) সত্যিকারের ভালবাসা মেয়েরা একজনকেই বাসে। – ইমদাদুল হক মিলন।

৪৭) প্রেম বিয়ের সূর্যোদয় এবং বিয়ে প্রেমের সূর্যাস্ত। – ফরাসী প্রবাদ।

৪৮) তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিয়ে করো। তাহলে সে তোমার হবে। আর যদি একজন সুন্দরীকে বিয়ে করো, তবে তুমি তার হবে। – বিয়ন।

৪৯) প্রেমের অভাবে নয়, বরং বন্ধুত্বের অভাবেই বিয়ে অসুখের হয়। – ফ্রেডারিক নিৎস।

৫০) কাম ওপ্রেম একসংগে চলে, কোন দিন বিচ্ছেদ হয় না। – সমরেশ মজুমদার।

৫১) মনোমিলন ছারা দেহ মিলন- ওটা একেবারে অরনণ্যের আদিম অন্ধকার জীবনে উপনীত করে দিয়ে বলে- তুমি জন্তু, তুমি জন্তু। – তারাশংকর বন্দোপাধ্যায়।

৫২) প্রেমিকরা চিরকাল ফ্যা-ফ্যা করে বেড়ায়। কিন্তু লম্পটদের কখনও মেয়ের অভাব হয়না। মেয়েরা মাইরি লম্পটদের ভালবাসে। – সঞ্জীব চট্টোপাধ্যায়।

৫৩) বিশ্বাস হচ্ছে ভালবাসার শক্তি। – লিউটলষ্টয়।

৫৪) ভালবাসাকে বাঁচিয়ে রাখতে হলে চাই পরস্পর পরস্পরের প্রতি সশ্রদ্ধ মনোভাব। – জাজিরা মাহবুব।

One response to “প্রেম বিষয়ক গুনীজনদের মজার উক্তি [Part-2)

  1. এই অ্যাপটিতে আপনারা পাবেন ছবিসহ ব্যর্থ কষ্টের মেসেজ ও প্রেমের উক্তি – Koster SMS 2020 । এ অ্যাপের ইমেজ গুলো ফেসবুক –এ শেয়ারও করতে পারবেন।
    Visit:
    http://banglaappsbazar.blogspot.com/

    Like

Reply