টেলিটক এফ এন এফ ও সুপার এফ এন এফ এর নিয়ম

টেলিটক এফএনএফ নাম্বার সেটিং প্রক্রিয়া

☞ ১ম ধাপ: মেসেজ অফশনে reg লিখে ৩৬৩ নাম্বারে পাঠাতে হবে।

☞ ২য় ধাপ: কনফারমেশনের মেসেজ পাওয়ার পর মেসেজ অপশনে Add লিখে স্পেস দিয়ে কাঙ্খিত নাম্বার লিখে ৩৬৩ নাম্বারে পাঠাতে হবে।

উদাহরণ: Add০১৫৫XXXXXXXX এবং সেন্ড ৩৬৩ নাম্বার।

বিঃদ্রঃ প্রত্যেকটি এফএনএফ সেট করতে ভিন্ন ভিন্ন ভাবে উপরে উল্লেখিত উপায়ে মেসেজ পাঠাতে হবে। এফএনএফ ৭২ ঘন্টার ভিতর কার্যকর হয়।

এফএনএফ নাম্বার বাদ এবং যাচাইকরণ

☞ এফএনএফ নাম্বার বাদ

১৫১৫ নাম্বারে ডায়াল করুন এবং নির্দেশ অনুসারে পরবর্তী ধাপগুলোয় যান।

অথবা, Del০১৫৫XXXXXXXX এবং সেন্ড ৩৬৩ নাম্বার।

☞ এফএনএস যাচাইকরণ

১৫১৫ নাম্বারে ডায়াল করুন এবং নির্দেশ অনুসারে পরবর্তী ধাপগুলোয় যান।

অথবা, See০১৫৫XXXXXXXX এবং সেন্ড ৩৬৩ নাম্বার।

☞ এফএনএফ নাম্বার পরিবর্তন

১৫১৫ নাম্বারে ডায়াল করুন এবং নির্দেশ অনুসারে পরবর্তী ধাপগুলোয় যান।

One response to “টেলিটক এফ এন এফ ও সুপার এফ এন এফ এর নিয়ম

Reply