এস ৬ এর চেয়ে সস্তায় বিক্রি হতে পারে গ্যালাক্সি এস ৭

দাম কম হলেই স্মার্টফোনের বিক্রি বেড়ে যায়। এই নীতি মেনেই জিওয়াওমি তাদের বিক্রি অনেক বাড়িয়ে দিয়েছিল।আর সেজন্যই এ রকম হতে পারে গ্যালাক্সি এস ৭গ্যালাক্সি এস ৬ এর চেয়ে সস্তা হবে এস ৭। চীনভিত্তিক বাজার গবেষক প্যান জিওট্যাংয়ের মতে, গ্যালাক্সি এস ৭ স্মার্টফোনের দাম তুলনামূলকভাবে কম রাখবে স্যামসাং।স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৭ বাজারে আসতে এখনো ২-৩ মাস বাকি। চূড়ান্ত দামে তাই পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।

image

তাদের পরিসংখ্যান বলছে, বাজারে অ্যাপল, এইচটিসি, সনি, এলজির মতো স্মার্টফোনের চেয়ে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির দাম কম পড়বে।এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ বাজারে আনার পর এই দুটি ফোনের দাম কমিয়েছে স্যামসাং। বাজারে বিক্রি ধরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, আগামী বছরের জানুয়ারি মাসেই গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন উন্মুক্ত করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। প্রতিদ্বন্দ্বী অ্যাপলের নতুন আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে গ্যালাক্সি এস ৭ স্মার্টফোন বাজারে ছাড়ার সময় কিছুটা এগিয়ে আনছে প্রতিষ্ঠানটি।স্যামসাং সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের ট্রেড শোতে গ্যালাক্সি সিরিজের ফোন উন্মুক্ত করে থাকে। তবে গ্যালাক্সি নোট সিরিজের ফোন উন্মুক্ত করতে সেপ্টেম্বর মাসটিকে বেছে নেয় স্যামসাং।

http://adhitzads.com/844949

Reply